অডিটের নামে অর্থ আদায়, সতর্ক করল মন্ত্রণালয়

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-02 17:41:12

মিনিস্ট্রি অ‌ডিটের না‌ম করে লালম‌নিরহাটে অসহায় শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অবৈধ লেনদেনে কোনো কর্মকর্তা ও কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, মিনিস্ট্রি  অ‌ডিটের না‌ম করে লালম‌নিরহাটে অসহায় শিক্ষকদের কা‌ছ থেকে অবৈধভাবে অর্থ নেয়া হচ্ছে, এ রকম একটি অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে বলা হয়েছে, এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর