রমজানে ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল খোলা

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-08 18:51:26

রমজানে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে। তবে শিখন ঘাটতি পূরণ করতে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর (২০২৩), জারিকৃত সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর