রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি

ভর্তিযুদ্ধ, শিক্ষা

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 04:13:21

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান উপাচার্যের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, 'দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় আশিভাগ শিক্ষার্থী অসচ্ছল ও গরিব পরিবারের সন্তান। অধিকাংশ শিক্ষার্থী কৃষক, শ্রমিক কিংবা দিনমজুর পরিবার থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান করে নিচ্ছে। এমতাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনে ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদনে ১৯৮০ টাকাসহ সর্বমোট ২০৩৫ টাকা গরিব-অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এতে অনেকের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণে নিরুৎসাহিত হবে। আমরা ভর্তি পরীক্ষার এই অসঙ্গতিপূর্ণ আবেদন ফি কমানোর দাবি জানাচ্ছি।' 

স্মারকলিপি প্রদানকালে রাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সদস্য মাহমুদুল হাসান, শামস্ দীপ্ত, ওয়াজেদ, এমএ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর