চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০১৯ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অথবা ২০১৮ সালের সেপ্টেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় শিক্ষার্থীকে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৭.৫০ পেতে হবে।
ইংরেজী মাধ্যম/ বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে। প্রার্থী GCE 'O' লেভেল এবং ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE 'O' লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে কমপক্ষে B গ্রেড থাকতে হবে। GCE “A' লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে B গ্রেড থাকতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১২টি বিষয়ে মােট ৮৯০টি আসন এবং রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নৃ-গােষ্ঠীর (উপজাতি) জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। বিষয়ভিত্তিক আসনসংখ্যা:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে www.cuet.ac.bd/admission ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এবং আবেদন ফি রকেট এর মাধ্যমে জমা দিতে হবে। ‘ক’ বিভাগের আবেদন ফি ১০০০ টাকা এবং ‘খ’ বিভাগের আবেদন ফি ১১০০ টাকা।
তবে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা এবং GCE ‘0/A' লেভেল পাশ করা ছাত্র-ছাত্রীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে না। তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট student.cuet.ac.bd/admission2019 অথবা www.cuet.ac.bd/admission থেকে আবেদন ফরম ডাউনলােড করে নির্ধারিত ফি’সহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম-৪৩৪৯ ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনকারীর মধ্য থেকে এইচএসসিতে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত মােট গ্রেড পয়েন্টের ভিত্তিতে প্রথম ১০ হাজার জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।