প্রশ্নপত্র তৈরিতে উপানুষ্ঠানিক শিক্ষাবোর্ড গঠন

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:39:54

উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এ বোর্ডের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষার সঙ্গে জড়িত সারাদেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা নিরূপণ, শিক্ষার্থীদের নিবন্ধন, প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও সনদ দেওয়া হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজুলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সরকার ১৫ বছরের ঊর্ধ্বে ৫০ লাখ নিরক্ষরকে মৌলিক স্বাক্ষরতা এবং ১৫-৪৫ বছর বয়সী ৫ লাখ যুব ও বয়স্ক নতুন স্বাক্ষরতা অর্জনকারী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ৫০০টি আইসিটি বেইজড স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার ও ৬৪ জেলায় ৬৪টি জীবিকায়ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, দেশের সকল জেলায় নির্বাচিত ২৫০টি উপজেলা ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ১৩৪টি উপজেলায় শিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষর ব্যক্তি স্বাক্ষরতা অর্জন করেছেন।

জাকির হোসেন বলেন, আমরা এমডিজি বাস্তবায়ন করেছি। এখন আন্তর্জাতিক প্রতিশ্রুতি এসডিজি এবং জাতীয় অঙ্গীকারের সকল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী জাতীয় প্রেসক্লাব থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে তিনি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর