এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 03:22:15

এবারের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৮৩ জন শিক্ষার্থী।

রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের এসএসসির ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণমাধ্যমে পাঠানো বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার ফলাফলের এক পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৭ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৩ হাজার ৩৫ জন ও মেয়ে ৪৬ হাজার ৫৮১ জন।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।

 

এ সম্পর্কিত আরও খবর