রাজশাহী কলেজ খুলছে আজ, স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 03:22:26

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রাজশাহী কলেজ খুলছে আজ (সোমবার, ১ জুন)। নির্দেশনা মেনে অফিস করতে হবে কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের।

তবে এখনই ক্লাস শুরু হচ্ছে না। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থী, বহিরাগত বা দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে।

রোববার (৩১ মে) রাতে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শর্তসাপেক্ষে ১ জুন থেকে সীমিত পরিসরে রাজশাহী কলেজের অফিসগুলো খোলা হবে। সেই সঙ্গে কলেজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণি ও সহায়ক কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে।

রাজশাহী কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক বার্তা২৪.কমকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসের জন্য নয়, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে কলেজ। শিক্ষার্থীরা বিশেষ প্রয়োজন ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না। দর্শনার্থী এবং বহিরাগতদেরও কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সব কর্মকর্তা-কর্মচারীকে শর্ত মেনে অফিস করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর