আ'লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 10:49:47

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় দি‌নের শুরু‌তে মনোনয়নপত্র নেন নোয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। এ আসনে আওয়ামী লীগ থে‌কে এখনও পর্যন্ত অন্য কেউ ম‌নোনয়ন কিনেননি। দ‌লের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের হাত থে‌কে ম‌নোনয়নপত্র গ্রহন ক‌রেন একরামুল। 

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বেলা বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে আরও মনোনয়ন প্রত্যাশীরা ভিড় ক‌রে‌ছেন।

ম‌নোনয়নপত্র নেওয়ার পর একরামুল ব‌লেন, ‘নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় নোয়াখা‌লি‌তে কোনো রকম গ্রুপিং সৃষ্টি হয়নি। এরই পরিণতিতে ২০০৮ সালের নির্বাচনে ২৪ বছর আগে আসনটি পুনরুদ্ধার হয়েছে।’

ম‌নোনয়ন নি‌তে আসা তাঁর নেতাকর্মীরা জানান, একরামুল করিম জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে থেকেছেন। সন্ত্রাসবিরোধী কার্যকলাপে সহায়তা হিসেবে নিজের টাকায় পুলিশকে ২টি গাড়ি কিনে দিয়েছেন। নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দলীয় অফিসের জন্য দৃষ্টিনন্দন তিনতলা ভবন নির্মাণ করে দেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে। মনোনয়নপ্রত্যাশী অনেক হলেও যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে দলের সবাইকে কাজ করতে হবে।

এর আগে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শুক্রবার গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর