জোটবদ্ধ হয়ে নির্বাচন করার তথ্য জানানোর সময় বাড়ছে না

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:18:03

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের তথ্য জানাতে ইসির বেধে দেয়া তিনদিনের পরে আর সময় বাড়ছে না। ফলে বিএনপিসহ অন্যান্য দলগুলোকে ১১ নভেম্বর রোববারের মধ্যেই জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব (জনসংযোগ)  এস এম আসাদুজ্জামান বলেন, বিষয়টি আইনগত। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা-২০ এর (১) এর (এ) বিধান অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে। আরপিও-এর এ ধারার ফলে জোটবদ্ধ নির্বাচন করার তথ্য রাজনৈতিক দলগুলোকে রোববারের মধ্যেই জানাতে হবে। এর ব্যতয় করার কোনো সুযোগ নেই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ১১ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,  জোটগতভাবে নির্বাচন করতে হলে তিন দিনের মধ্যে ইসিকে জানাতে হবে। কোনো নিবন্ধিত দল মনোনয়ন দিলে অনিবন্ধিত রাজনৈতিক দলও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে ইসি। এই দলের সদস্যরা স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে কি না কিংবা বিষয়টি খতিয়ে দেখা হবে কি না, তা জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘তারা অন্য দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদেরকে আটকানোর মতো আইন বাংলাদেশে নাই।’

এ সম্পর্কিত আরও খবর