গণভবনে দলীয় বৈঠক আচরণবিধি লঙ্ঘন- রিজভী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 01:47:45

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশিদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকালের বৈঠক নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু তার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো কথা বলেননি।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গণভবনে (প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন) আওয়ামী লীগের প্রায় সাড়ে চার হাজার প্রার্থীর সাক্ষাৎকারগ্রহণ ও সেখানে দলীয় সভার আয়োজন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অথচ এ রকম একটি রাষ্ট্রীয় স্থাপনায় ও সরকারি অর্থায়নে সম্পূর্ণরূপে নিয়মবহির্ভূত দলীয় কার্যক্রমের বিষয়ে নীরব নির্বাচন কমিশন।’

‘এ ঘটনা নির্বাচনী আচরণবিধির ১৪/২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধারা অনুযায়ী রাষ্ট্রীয় সুবিধা ভোগ করা ব্যক্তিরা, নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারেন না। কিন্তু তারা করছেন।’

সুপরিকল্পিতভাবে হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই হেলমেটধারীরা কারা তা জনগণ জানে। তারা পুলিশের প্রটেকশনে এই নাশকতার কাজ করেছে। এরা ছাত্রলীগ-যুবলীগের ঢাকা মহানগরের নেতা, যার সুস্পষ্ট প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

বিএনপি নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার প্রেক্ষাপটে রিজভী বলেন, ‘জনগণের কাছে সুস্পষ্ট যে বিএনপি'র প্রধানমন্ত্রী কে হবেন। সেটা জনগণই নির্ধারণ করবে। গণতন্ত্রের মা খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী, এদেশের জনগণের প্রধানমন্ত্রী।’

এ সম্পর্কিত আরও খবর