আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:58:40

সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার, মামলা ও হয়রানি এবং নির্বাচন কর্মকর্তাদের তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে বাহিনীর সদস্যদের আতঙ্কিত না হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। এখানে নিয়ন্ত্রণ কথাটি একেবারেই ব্যবহার করব না। এখানে শুধু আপনাদের পেশাদারিত্ব, দক্ষতা, কর্তব্য পালনের দৃঢ়তা-এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবো।’

তিনি বলেন, ‘স্বাধীনতা অর্থ এই নয়, আপনাদের উপর নজরদারি করবো না। আপনারা আমাদের নিবীড় নজরদারিতে থাকবেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসবে। বলা যেতে পারে, আপনাদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ আসা শুরু করেছে। কিন্তু তা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

‘মনে রাখতে হবে, নির্দোষ নিষ্প্রয়োজনে নিরীহ কোনো কর্মকর্তার কখনো কোনো ক্ষতি করবো না। কাউকে বদলি করে কাউকে কোনো জায়গায় দেব না। যে অভিযোগ আসবে, সেটা যদি প্রমাণিত হয় এবং সঠিক হয়, কেবল তখন ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘অভিযোগ আসলেই যে সেটা আপনাদের বিরুদ্ধে চলে যাবে, সেটা কখনোই ভাববেন না। ভালোভাবে চিন্তাভাবনা করে যদি কখনো প্রয়োজন হয়, জেনেশুনে অ্যাকশনে যেতে পারি। তাছাড়া আপনারা নিরাপদে, নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন।’

সিইসি ছাড়াও সভায় চার নির্বাচন কমিশনার, আইজিপি, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর