২০ দল থেকে মনোনয়ন পেলেন জমিয়তের ৩ জন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 21:39:49

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে উলামায়ে ইসলামের ৩ জনকে ২০ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ২০ দল মনোনীত প্রার্থী হিসেবে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন ২০ দলের সমন্বয়কারী এবং বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- মুফতি মুহাম্মদ ওয়াককাস (কেন্দ্রীয় সভাপতি) যশোর-৫, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম (সিনিয়র যুগ্ম-মহাসচিব) কুমিল্লা-৬ ও মুফতি রেজাউল করীম (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) খুলনা-৪।

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াককাস, কেন্দ্রীয় জমিয়ত নেতা প্রিন্সিপাল সৈয়দ রেজোয়ান আহমেদ, এ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী প্রমুখ।

মনোনয়নপ্রাপ্তরা বুধবার (২৮ নভেম্বর) নিজ নিজ আসনে মনোনয়ন দাখিল করবেন।

এ সম্পর্কিত আরও খবর