জাপা মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-07 12:46:07

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষনা করে শহরে ঝাড়ু মিছিল করেছে কয়েক হাজার নারী ও পুরুষ।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের থানাপাড়া সড়ক থেকে সাধারণ জনগণের  ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে দাবী করা হয়, গত পাঁচবছর জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও সে পুরোপুরি জনবিচ্ছিন্ন ছিল। এছাড়া আসনটিতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ভালোই পরিচিতি রয়েছে। কিন্তু মহাজোট থেকে এবারও তিনি আসনটি থেকে নির্বাচনে অংশ নিবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর প্রেক্ষিতে সাধারণ ভোটাররা এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।

এদিকে, গতকাল মঙ্গলবার হেলিকপ্টারে করে পটুয়াখালী-১ আসনের তিনটি উপজেলা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা সফর করেন এবিএম রুহুল আমিন হাওলাদার। তার এ সফরকে নির্বাচনী শোডাউন হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা।

সফরটির মাধ্যমে রুহুল আমিন হাওলাদার নির্বাচনী আচরন বিধি লঙ্গন করেছেন বলেও অভিযোগ রয়েছে বিএনপি নেতাদের পক্ষ থেকে।

এ সম্পর্কিত আরও খবর