সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-14 21:37:30

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

বুধাবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমার শেষ দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আলী আজম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। এজন্য আমার এবং আমদের সহকর্মীরা প্রস্তুত রয়েছে।

রিটার্নিং অফিসাররা নিরপেক্ষ আচরণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা নির্বাচন কমিশনের অধীনে। তাই তার নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এসময় আজমিরা সুলতানা নামে একজন ঢাকা-১৪ আসনের মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রয়োগে ১৫ জন ম্যাজিস্ট্রেটেটের ১৫ টিম এবং সিটি কর্পোরেশনের ২ টি টিম কাজ করছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর