উপজেলা নির্বাচন: রাঙামাটির চার উপজেলায় বিজয়ী যারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটির চার উপজেলায় বিজয়ী যারা

রাঙামাটির চার উপজেলায় বিজয়ী যারা

৬ষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাঙামাটির চার উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (০৮ মে) রাত ১০টার সময় রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলার অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন। 

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের অন্ন সাধন চাকমা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন-১৪ হাজার ৮৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট বিপ্লব চাকমা উট প্রতীকে পেয়েছেন-১০ হাজার ২৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পলাশ কুসুম চাকমা। তিনি মাইক প্রতীকে পেয়েছেন-১১ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতিকের প্রার্থী দয়াময় চাকমা পেয়েছেন-৫ হাজার ১১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রিতা চাকমা। প্রজাপতি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন-২০ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন ইসলাম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন- ৫ হাজার ২৭৩ ভোট।

বিজ্ঞাপন

অপরদিকে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মো. শামসুদ্দোহা চৌধুরী। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের মংসুইউ চৌধুরী পেয়েছেন-১১ হাজার ৫৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন লা থোয়াই মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের নিংবাইউ মারমা। তিনি পেয়েছেন ২১ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যানী চাকমা কৃপা প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২৬৮ ভোট।

বরকল উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, দোয়াত কলমের প্রার্থী বিধান চাকমা। তিনি পেয়েছেন-১১ হাজার ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ নেতা সন্তোষ কুমার চাকমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতিকের জ্ঞান জ্যোতি চাকমা। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতিকের প্রার্থী পুলিন বিহারী চাকমা পেয়েছেন-৪ হাজার ১৭১ ভোট।

অপরদিকে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বেশ কয়েকটি দুর্গম কেন্দ্র থাকায় সেগুলো থেকে রাত্রে পূর্ণাঙ্গ ফলাফল জানা যায়নি। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান পদে জুরাছড়িতে এগিয়ে রয়েছেন জ্ঞানেন্দু চাকমা।

স্থানীয়ভাবে জানা গেছে, রাঙামাটি সদরে ও বরকল উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে ক্ষমতাসীন দলের একজন প্রার্থীও বিজয়ী হতে পারেনি। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ভরাডুবি হয়েছে বলে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের অপরিপক্ব সিদ্ধান্তে এমনটি হয়েছে উল্লেখ করে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।