ঝিনাইদহ ৪ আসনে ৩৯ মনোনয়পত্র দাখিল

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 14:11:19

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পরিষদে দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষদিনে জেলা ও উপজেলা পরিষদের রিটার্নিং অফিসগুলোতে ভিড় করে প্রার্থীরা।

ঝিনাইদহের জেলা ও উপজেলা পরিষদে এই ভিড় যেন একটু বেশিই ছিল। কেননা ঝিনাইদহে মাত্র চারটি সংসদীয় আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) ৩৯ প্রার্থীর বেশিরভাগ মনোনয়নপত্র জমার শেষদিনে দাখিল করেছে প্রার্থীরা।

ঝিনাইদহ ৪ আসনের মনোনয়নপত্র দাখিল করা ৩৯ জন প্রার্থী হলেন, ঝিনাইদহ  ১ আসনে আব্দুল হাই (আ’লীগ), আসাদুজ্জামান (বিএনপি), জয়ন্ত কুমার কুন্ডু (বিএনপি), আব্দুল ওহাব (বিএনপি), দবির উদ্দিন জোয়ার্দ্দার (জাসদ-রব), রায়হান উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবু বকর (স্বতন্ত্র)।

ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী (আ’লীগ), মসিউর রহমান (বিএনপি), এমএ মজিদ (বিএনপি), এসএম মশিয়ুর  রহমান (বিএনপি), ইবরাহীম রহমান রুমি (বিএনপি), ইউসুপ পারভেজ (স্বতন্ত্র), আসাদুল ইসলাম (বাম গণতান্ত্রিক ফ্রন্ট), ফকরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাফিজুর রহমান (গণফোরাম)।

ঝিনাইদহ-৩ আসনে শফিকুল আজম থান চঞ্চল (আ’লীগ), মনির খান (বিএনপি), মেহেদী হাসান রনি (বিএনপি), আমিরুজ্জামান খান শিমূল (বিএনপি), মতিয়ার রহমান (জামায়াত-২০ দলীয় জোট), কামরুজ্জামান স্বাধীন (জাপা), মাওলানা সরোয়োর হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: ইসমাইল হোসেন (বাংলাদেশ জাতীয় ফ্রন্ট)।

ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজিম আনার (আ’লীগ), সাইফুল ইসলাম ফিরোজ (বিএনপি), শহীদুজ্জামান বেল্টু (বিএনপি), মোস্তফা আলমগীর রতন (ওয়ার্কার্স পার্টি), ফনিভূষণ (বাম জোট), এইচআই মমতাজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওয়াদুদুর রহমান (বিএনএফ), খোন্দকার মেহেদী হাসান (এলডিপি), মো: ইছাহাক আলী (জাকের পার্টি), জহুরুল ইসলাম (সতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি)।

এ সম্পর্কিত আরও খবর