নড়াইল-১: কোন পথে বইছে নির্বাচনী হাওয়া?

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:17:37

নড়াইল-১ আসনে কোন পথে বইছে নির্বাচনী হাওয়া? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এখানে নৌকা প্রতীকের প্রার্থী সিলেকশনে ভুল হলে ঘটতে পারে দুর্ঘটনা। এ আসনে দুইজনকে নৌকা প্রতীকের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং জাসদ সভাপতি (একাংশ) শরীফ নুরুল আম্বিয়াকে নৌকা প্রতীকের মনোনয়নের চিঠি দেওয়া হয়। তাই বর্তমানে মুক্তি আর আম্বিয়ার মধ্যে চলছে নৌকার রশি নিয়ে টানাটানি। এতে কে জয়ী হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত।

তবে এখানে বর্তমান সংসদ সদস্য মুক্তির রয়েছে নিজস্ব রিজার্ভ ভোট। যা নৌকার জয়-পরাজয়ে একটি বড় ভূমিকা রাখতে পারে।

এদিকে শরীফ নুরুল আম্বিয়াকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু মিছিলসহ প্রতিবাদ সভা চলছে। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, নড়াইল সদরের ৫টি ইউনিয়ন ও কালিয়া উপজেলা নিয়ে নড়াইল-১ আসন গঠিত। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কে থাকছেন? এ প্রশ্ন এখন জেলা-উপজেলার অফিস পাড়া থেকে চায়ের দোকান সবখানেই। আর রাজনৈতিক মহলে তো আলোচনা-সমালোচনার শেষ নেই।

জানা গেছে, কবিরুল হক মুক্তি দলীয় সভানেত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান ২৬ নভেম্বর। ওই রাতেই তিনি এলাকায় ফিরলে কয়েক হাজার দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরদিন ২৭ নভেম্বর খবর আসে শরিক দলের জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়াকেও নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয়েছে। এখন নড়াইল-১ আসনের নির্বাচনী এলাকাসহ গোটা জেলায় একটাই আলোচনার বিষয় কে হবেন নৌকার মাঝি?

দলীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষই জোর তৎপরতা ও তদবির চালাচ্ছেন মনোনয়ন ঠিক রাখার জন্য। তবে জনপ্রিয়তার জরিপে এগিয়ে আছেন কবিরুল হক মুক্তি। মুক্তির বাবা শহীদ এখলাস উদ্দিন আহম্মেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কালিয়া পৌরমেয়র ও নড়াইল-১ আসনের সংসদ সদস্যও। মুক্তি নিজে কালিয়া পৌরসভার দুইবারের মেয়র, দুই বারের সংসদ সদস্য। নিজ নির্বাচনী এলাকায় সেতু-কালভার্ট, সড়ক, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেন।

আর শরীফ নুরুল আম্বিয়ার পক্ষে রয়েছে নড়াইল-২ এবং নড়াইল-১ আসনের মুক্তির রাজনৈতিক বিরোধীরা।

নড়াইল-১ আসনে ২০০৮ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মুক্তি বিজয় লাভ করেন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী কমরেড বিমল বিশ্বাস এবং বিএনপির ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে পরাজিত করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় জয়ী হন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইজনকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানায় স্থানীয়রা।

নড়াইল-১ নির্বাচনী এলাকার বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, এমপি কবিরুল হক মুক্তি দীর্ঘকাল যাবৎ এ অঞ্চলের মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মিশে আছেন। গণমানুষের নেতা কবিরুল হক মুক্তিই এ আসনে মনোনয়ন পাবার অন্যতম দাবিদার। আর তাকে মনোনয়ন দিলে খুব সহজেই তিনি এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন।

শেখহাটি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন জানান, নড়াইল-১ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত। নড়াইলসহ সারা দেশেই একটি কথা প্রচলিত আছে নৌকা মার্কা পেলে এ আসনে বিজয়ী হওয়া সহজ।

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আগেই বলেছেন যিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হবেন তাকেই দলের মনোনয়ন দেওয়া হবে। আমরা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। অবশ্যই কবিরুল হক মুক্তিকে নড়াইল-১ আসনে চূড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়া হবে।’

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ বলেন, ‘প্রধানমন্ত্রী জনপ্রিয়তার জরিপের মাধ্যমেই কবিরুল হক মুক্তিকে দলের মনোনয়ন দিয়েছেন। আশা করি এ অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা মুক্তিকেই নৌকা প্রতীক দেবেন প্রধানমন্ত্রী।’

জেলা জাসদ নেতা অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু জানান, জোটের সিদ্ধান্ত মোতাবেক শরীফ নুরুল আম্বিয়া মনোনয়ন পেয়েছেন। জোট নেতারা তার পক্ষে কাজ করলে তিনি বিজয়ী হবেন।

তবে এখন নড়াইল-১ আসনবাসী তাকিয়ে আছে শেষ সিদ্ধান্তের দিকে। আওয়ামী লীগের কবিরুল হক মুক্তি নাকি জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়া কে হচ্ছেন নৌকার প্রকৃত মাঝি?

অপরদিকে এ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনে জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সম্পর্কিত আরও খবর