ঢাকা-১ আসনে বিএনপির সব প্রার্থী অযোগ্য

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 09:07:48

যাচাই-বাছাই শেষে ঢাকা-১ আসনে (দোহার নবাবগঞ্জ) বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার (২ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে।

বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ পত্র যথাযথ না হওয়ায় তিনি মনোনয়ন পাননি।  মনোনয়ন পত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর না মেলায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে অপর প্রার্থী ফাহিমা হোসেন জুবলির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে এ তথ্য জানান, বিএনপি মনোনীত প্রার্থী ফাহিমা হোসেন জুবলী। তিনি বলেন, আমরা আদালতের সরণাপন্ন হবো। বিএনপির গণজোয়ার দেখে নানা ভাবে আটকানোর চেষ্টা করছে সরকার। সারা দেশের ন্যায় আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা-১ আসনে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসেন জুবলী মনোনয়ন জমা দিয়েছিলেন। জানা গেছে, ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদারও মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর