অংক কষে মনোনয়ন বাতিল করেছেন: রিজভী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 03:21:15

রিটার্নিং কর্মকর্তারা খুব নিখুঁতভাবে পাটিগণিতের অংক কষেই সংসদ নির্বাচনে বিএনপি নেতাদের মনোনয়নপত্র বাতিল করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন রাজশাহীর রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ডিসি বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন। যা সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক হীন উদ্দেশ্যে করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের পর আপিলের জন্য প্রয়োজনীয় জাবেদা নকল বা কাগজপত্র রিটার্নিং অফিসার ব্যারিস্টার আমিনুল হককে হস্তান্তর করছেন না।’

তিনি বলেন, ‘একইভাবে রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন। সেই প্রার্থীও জাবেদা নকল তুলতে তাৎক্ষণিক আবেদন করেছিলেন, কিন্তু রিটার্নিং অফিসার টালবাহানা করে আজও জাবেদা নকল সরবরাহ করেননি। আগামীকাল কখন সেটি পাওয়া যাবে এবং কখন সে রাজশাহী থেকে ঢাকা রওয়ানা হবে সেটিরও কোন নিশ্চয়তা নেই। উদ্দেশ্য একটাই বিএনপি’র প্রার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে না পারে।’

বিএনপির এই মুখ্যপাত্র বলেন, ‘রিটার্নিং অফিসাররা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তরিক নন। তারা সরকারের মোশাহেব হিসেবে কাজ করছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন অপেক্ষো আওয়ামী রাজনৈতিক স্বার্থের দিকেই মনোযোগী বেশি। তারা মানুষের ক্ষোভের আঁচ টের পাচ্ছেন না। জনগণের স্মৃতির পর্দা ঝাপসা নয়। অপমানিত জনগণ একদিন সকল অন্যায় কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে।’

পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। তিনি সারা কোতোয়ালীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। একইভাবে কক্সবাজার জেলাধীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। তাদেরকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সঙ্গীত শিল্পী বেবী নাজনিন, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর