হাফিজ-খোকনদের অভিযোগ আমলে নিতে ইসির নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 18:10:30

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, খালেদা জিয়ার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব এম মাহবুব উদ্দিন খোকনসহ নিরপত্তা নিশ্চিত ও প্রশাসনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কমিশন এ ব্যাপারে পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠিও দিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিএনপি-ঐক্যফেন্টের বেশ কয়েকজন প্রার্থী তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসির কাছে চিঠি দিয়েছেন। এসব চিঠিতে তারা দ্রুত কমিশনের পদক্ষেপ দাবি করেন।

এরই পরিপ্রেক্ষিতে কমিশন এসব চিঠির বেশ কিছু অভিযোগ আমলে নিয়ে পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। এছাড়াও কিছু কিছু বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের আইজিপিকেও চিঠি পাঠিয়েছে।

চিঠিতে অভিযোগকারীদের অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর প্রশাসনের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সে বিষয়েও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে ইসির এক কর্মকতা বার্তা২৪কে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ অনেকে কমিশনে অভিযোগ দিচ্ছেন। কমিশন সে বিষয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ আমলে নিচ্ছে কমিশন। রির্টার্নিং কর্মকর্তা, এসপিদের যথাযথ ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আইজিপিকেও চিঠি দেয়া হয়েছে।’

এছাড়াও অনেক প্রার্থী নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন। অনেকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারসহ ভোটের সার্বিক পরিবেশ তৈরির জন্য কমিশনের কাছে চিঠি দিয়েছেন। এসব দাবিও আমলে নিচ্ছে কমিশন। এসব আবেদন ‘ইলেকটরিয়াল ইনকোয়ারি’তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিএনপিসহ বেশ কয়েকটি দল ইসিতে অভিযোগ দেন। পরে ইসি রাজনৈতিক দলের অভিযোগ সংক্রান্ত কোনো চিঠি আমলে না নেওয়ার কথা জানায়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলের চিঠি আমলের নেওয়ার পরিবর্তে প্রার্থীর অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো কমিশন বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ সম্পর্কিত আরও খবর