ইসির আচরণে সন্তুষ্ট গোলাম মাওলা রনি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:54:35

পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি প্রার্থিতা ফিরে পাওয়ার প্রক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশনের আচরণে আমি সন্তুষ্ট। তাদের প্রতিটি জিনিসই আমার পছন্দ হয়েছে। শুধু আমিই নয়; আজকে যারা এসেছে তারা সবাই সন্তুষ্ট ইসির প্রতি।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশিনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এ প্রতিক্রিয়া জানান।

তবে এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার আসন থেকে সিইসির ভাগিনা নির্বাচন করেছে। এটা নিয়ে ভোটারদের মনে শংকা দেখা দিয়েছে। তার বলছেন সিইসির ভাগিনা যেহেতু এ আসনে তাহলে কোনো ভোটে হবে না।

তিনি বলেন, অনেকে বলছে সরকার সিইসিকে খুশি করার জন্য এই আসনে তার ভাগিনাকে মনোনয়ন দিয়েছে; আবার অনেকে বলছে সিইসি নিজে তার ভাগিনার জন্য আসন চেয়েছে। আমার মনে হয় এ বিষয়ে সিইসির একটা বিবৃতি দেওয়া উচিৎ। তাহলে জনমনে সন্দেহ থাকবে না।

খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, খালেদা জিয়ার মতো আরও একটি কেইস দেখেছি আজকের শুনানিতে। কমিশন এটাকে স্থগিত রেখেছেন। কমিশন বলেছে পরে এ বিষয়ে সিদ্ধান্ত দিবে। এসব দেখে আপাতত মনে হচ্ছে খালেদা জিয়ার মনোনয়ন বহাল থাকবে।

এ সম্পর্কিত আরও খবর