শেখ হাসিনার শ্বশুরবাড়িতে শিরীন শারমিন প্রার্থী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:23:14

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এলাকা পীরগঞ্জে (রংপুর-৬) মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী সেলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানান, রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বর্তমান এমপি ড. শিরীন শারমিন চৌধুরী ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন। স্থানীয় সকলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী এ আসনে শিরীন শারমিন চৌধুরীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। দু’একদিনের মধ্যেই তাকে প্রার্থী হিসেবে চিঠি দেয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর শ্বশুড়বাড়ি এলাকাতে শিরীন শারমিন চৌধুরীর প্রার্থিতা নিশ্চিত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

উল্লেখ্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এবার মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এই আসনে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নূর আলম যাদুকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী এ আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর