প্রার্থিতা ফিরে পাওয়ার সার্টিফায়েড কপি দিচ্ছে ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 20:20:27

আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর শুনানির রায়ের সার্টিফায়েড কপি দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৭ ডিসেম্বর) রাত পোনে ৮টার দিকে এ সার্টিফায়েড কপি দেওয়া শুরু হয়।

জানা গেছে, ৬ ডিসেম্বর যাদের শুনানি হয়েছে তাদের আজ সার্টিফায়েড কপি দেওয়ার কথা ছিল। তাই সকাল থেকে ভীড় করতে থাকেন প্রার্থিরা। আর যাদের আপিল গ্রহণ হয়নি তারাও এসেছিলেন সার্টিফায়েড কপির জন্য। কারণ এ কপি দেখিয়ে তাদের উচ্চ আদালতে আপিল করতে হবে।

কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও সার্টিফাইড কপি না পাওয়ায় সন্ধ্যায় ক্ষোভ দেখা দেয় অনেক প্রার্থির মাঝে। তাদের অভিযোগ, প্রথম দিনের শুনানিতে বৈধ ও খারিজ হওয়া প্রার্থীদের ইসি থেকে রায়ের সার্টিফাইড কপি দেওয়া নিয়ে টালবাহানা করছে।

অনেকে অভিযোগ করেন, কপি পেতে সচিব বরাবর আবেদন করতে বলা হলো। সেটা করলাম। সকাল ১০টায় আসতে বললো, আসলাম। পরে বলে বিকেল ৩টায়। এখন সন্ধ্যা তাদের কোনো খবর নেই। আমরা কিভাবে উচ্চ আদালতে যাবো। হাতে তো সময় কম। প্রার্থীরা ইসির আইন শাখায় বার বার যোগাযোগ করেও সারাদিনে রায়ের সার্টিফায়েড কপি সংগ্রহ করতে পারেননি।

শুনানি শুরুর আগের দিন মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘শুনানির পরপরই রায়ে সার্টিফায়েড কপি দিয়ে দেবো।’

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী মো. এরশাদ উল্লাহ। তফসিল ঘোষণার পূর্বেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু সেই অ্যাকাউন্টে অন্য কোনো লেনদেন না করায় আপিলে নির্বাচন কমিশনে তার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আপিল বৈধতা পেয়েছি। কিন্তু রায়ের সার্টিফায়েড কপি না দেওয়ার কারণে শঙ্কায় রয়েছি। কেননা, এটা পার্টি অফিসে না দিতে পারলে তো চূড়ান্ত মনোনয়ন পাবো না। নির্বাচন কমিশন বুধবার জানিয়েছিল বৃহস্পতিবার সকালে দেবে। কিন্তু এখনো দিচ্ছে না। তাই আমরা বিক্ষোভ করেছি।’

জাতীয় পার্টির মাদারীপুর-১ আসনে প্রার্থি জহিরুল ইসলাম মিন্টু। তার প্রার্থিতা বাতিল হয়েছিল হলফনামায় একটি স্বাক্ষর না করায়। নির্বাচন কমিশন শুনানি করে মনোনয়নপত্র ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘সকালে বলল নামাজের পর দেবে, নামাজের পর বলল বিকেলে দেবে। এখন বলছে যার যার জেলা-উপজেলা থেকে সংগ্রহ করতে। সময় আছে মাত্র দু’দিন। এ সময়ের মধ্যে এলাকায় গিয়ে সংগ্রহ করে আবার ঢাকায় পার্টি অফিসে জমা দিতে হবে।’

কোনো কারণে যদি স্থানীয় পর্যায়ে পৌঁছতে দেরি হয়, তাহলে তো জমাই দেওয়া যাবে না বলে মন্তব্য করেন নড়াইল-২ আসনের জেএসডি প্রার্থী ফকির শওকত আলী। তিনি বলেন, ‘এই গড়িমসির কারণে আমরা ক্ষতিগ্রস্থ হতে পারি।’

বগুড়া-৬ আসনের হিরো আলমের আপীল না মঞ্জুর হয়েছে। তিনি উচ্চ আদালতে যাবেন। কিন্তু পাচ্ছেন না সার্টিফাইড কপি।

এ সম্পর্কিত আরও খবর