ধানের শীষ পাচ্ছেন না জামায়াত নেতা হামিদ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 05:15:48

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করায় ধানের শীষ প্রতীক পাচ্ছেন না ২৩ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা এএইচএম হামিদুর রহমান আযাদ।

রোববার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় আইন অনুযায়ী সোমবার (১০ ডিসেম্বর) হামিদকে স্বতন্ত্র প্রতীকই বরাদ্দ দেয়া হবে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাকে কোনো অবস্থাতেই এখন ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয়।’

অপরদিকে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে ধানের শীষ প্রতিকের চূড়ান্ত প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

এরআগে, শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াত নেতা হামিদকে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আইনি জটিলতার কারণে ওই আসনে কেউ ধানের শীষ প্রতীক পাচ্ছেন না।

এ সম্পর্কিত আরও খবর