চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী মিছিলে দুর্বৃত্তদের হামলা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-04 01:57:11

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে যুবদলের তিনজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে সোমবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের চার রাস্তার মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত মিছিলটিতে হামলা করে। এ সময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম দাবি করেন, তাদের শান্তিপূর্ণ নির্বাচনী মিছিলে পুলিশের সহায়তায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে। এতে যুবদলের সোহাগ, বাবু ও সোহেল নামে তিন কর্মী আহত হয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, ধানের শীষের নির্বাচনী মিছিলে একটু ধাওয়ার ঘটনা ঘটেছে, কোন সংঘর্ষ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বেশ কয়েকটি স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর