অবশেষে রিটা রহমানের পাশে রংপুর বিএনপি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-02 00:02:22

অবশেষে রংপুর-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমানকে মেনে নিয়েছেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে কয়েক ঘণ্টার সমঝোতা বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্যটি নিশ্চিত করেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু।

এর আগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রিটা রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শহিদুল ইসলাম মিজু জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবাই একমত হয়েছেন। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারপ্রচারণা ও গণসংযোগ শুরু করা হবে।

অন্যদিকে রিটা রহমান বলেন, ‘আমি রংপুরের মেয়ে। রংপুরের মানুষের প্রতি আমার টান রয়েছে। আমার বাবা (মশিয়ুর রহমান যাদু মিয়া) এ দেশের জন্য, রংপুরের জন্য কাজ করে গেছেন। আমিও জনগণের সেবা করতে চাই। বিএনপির নেতাকর্মীরা আমার পাশে রয়েছে।’

এদিকে বৈঠকে রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী বিপ্লব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সেক্রেটারি জাকরিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর কেন্দ্র থেকে রংপুর-৩ আসনে বিএনপি নেতা মোজাফফর হোসেনকে বাদ দিয়ে এনপিপিবি’র চেয়ারম্যান রিটা রহমানকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এতে ফুঁসে ওঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ওই রাতেই রিটা রহমানকে সরিয়ে নিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয় দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরের দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর কুশপুত্তলিকা দাহ করেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি।

বর্তমানে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে মহাজোটের প্রার্থী জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল), ঐক্যফ্রন্টের ব্যানারে এনপিপিবি’র চেয়ারম্যান রিটা রহমান (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) সহ নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট প্রদান করবে ভোটাররা।

এ সম্পর্কিত আরও খবর