ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বন্ধ মেননের নির্বাচনী প্রচারণা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 08:41:20

আসন্ন সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে বন্ধ করা হলো ঢাকা-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাসেদ খান মেননের নির্বাচনী প্রচারণা।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে ঢাকা ৮-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম. রিফাত ফেরদৌসের নেতৃত্বে একটি দল এ পদক্ষেপ নেন। এসময় তারা মাইক বন্ধ করে প্রচারণায় কর্মরতদের সতর্ক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত বার্তা২৪.কমকে বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুচ্ছেদ ১৩-এ মাইক ব্যাবহার সংক্রান্ত বিধিমালায় বলা আছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মাইক ব্যাবহার করতে পারবেন। কিন্তু এখানে সেই বিধিমালা ভঙ্গ করে সকাল থেকেই প্রার্থী নির্বাচনী প্রচারণা চলচ্ছিল। যা আচরণবিধির পূর্ণ লঙ্ঘন। যার জন্য আমাদের এ পদক্ষেপ নিতে হলো।’

তিনি আরও বলেন, ‘সকাল থেকেই আমরা মাঠে আছি। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আমরা দ্রুত পদক্ষেপ নিবো।’

এ সম্পর্কিত আরও খবর