‘কোয়ালে থাইলে ভোট দিমু'

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 21:01:00

কিশোরগঞ্জ (ভৈরব) থেকে: দিছি তো! আগে তো দিতাম। নৌকায় দিছি। অহন তো ডর লাগে। যাই না। অনেক দিন হইছে। বড় পোলায় যদি লই যায় যামু। কোয়ালে (কোপালে) থাইলে (থাকলে) দিমু। এভাবেই ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলছিলেন ৭৫ বছর বয়সী আমেনা খাতুন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪.কম কথা বলে কিশোরগঞ্জ-৬ আসনের নির্বাচনী এলাকার কমলপুর গ্রামের এই বৃদ্ধা মহিলার সঙ্গে।

একই এলাকার তরুণ ভোটার ওবায়দুল করিম নয়ন বার্তা২৪.কমকে বলেন, ‘আমি নতুন ভোটার। ভোট দিতে চাই। যিনি উন্নয়নের কাজ করবো, যিনি ভালো মানুষ, যার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো দেখে শুনে তাকেই ভোট দেবো।’

আপনার পছন্দের প্রার্থী কে এমন প্রশ্নের জবাবে নয়ন বলেন, ‘একজন ভোটার হয়ে নাম বলতে চাই না। এইটুকু বলে রাখি, ভোট সুষ্ঠু হলে যোগ্যপ্রার্থী জয়লাভ করবে।’

উল্লেখ্য, কুলিয়াচর ও ভৈরব উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এটি জাতীয় সংসদের ১৬৭ সংসদীয় আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যদিকে ধানের শীষের একমাত্র প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

এছাড়া প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল (লাঙ্গল) ইলামী আন্দোলনের হাজী মোহাম্মদ মূসা খান (হাতপাখা) এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রুবেল হোসেন (চেয়ার)।

কিশোরগঞ্জের অন্যতম এই আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৬১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার, ৮০১জন এবং মহিলা ভোটর ১ লাখ ৬৩ হাজার ৮১৩ জন।

এ সম্পর্কিত আরও খবর