চট্টগ্রামের অলিগলিতে বাজছে নির্বাচনী মাইক

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 16:21:29

দুপুর ২টা থেকেই চট্টগ্রামের অলিগলিতে বাজছে নির্বাচনী প্রচারণার মাইক। ‘অমুক ভাই সবার সেরা কিংবা ঐ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক’। এভাবে চলছে প্রতিটি দলের প্রচারণা। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ২৮ ডিসেম্বর পর্যন্ত এ ভাবেই প্রার্থীরা মাইকে প্রচারণা চালিয়ে যেতে পারবেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের বিধি মোতাবেক প্রার্থীরা দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এলাকায় মাইকে প্রচারণা চালাতে পারবেন। অন্যথায় নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে শুরু হয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণা উৎসব। অনেকে সিএনজি অটোরিক্সার সামনের অংশে মাইক বসিয়ে প্রচারণা চালাচ্ছেন।

নগরীর কাজির দিউরী মোড়ে বিএনপি নেতা ডা. শাহদাত ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। নগরীর কোতোয়ালী এলাকায় প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল। এছাড়া বিকেলে জিইসি এলাকায় দেখা যায়, মাইকে ডা. আফসারুল আমিনের প্রচারণা।

নির্বাচনকে ঘিরে মাইক ব্যবসায়ীদের ঘরেও চলছে আনন্দ আর উৎসবের আমেজ। মাইক ব্যবসায়ীরা বছরের অনেকটা দিন অলস সময় পার করলেও আজ থেকে তাদেরও নির্ঘুম রাত কাটাতে হবে। আইস ফ্যাক্টরী রোডের মাইকের দোকানীরা দৈনিক আড়াই থেকে তিন হাজার টাকায় বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণার জন্য মাইক ভাড়া দিচ্ছেন।

এ ব্যাপারে আইস ফ্যাক্টরী রোডের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া বার্তা২৪কে বলেন, নির্বাচনে মাইক ছাড়া চলে না। প্রার্থীরা এখান থেকে মাইক ভাড়া করে নিয়ে যায়। অনেক সময় নতুন মাইকও ভাড়া দিতে হয়। নির্বাচনের দিন পর্যন্ত মাইক ভাড়া দিয়ে কেনা দামের চেয়ে তিন চার গুন বেশি লাভ পাওয়া যায়।

 

 

এ সম্পর্কিত আরও খবর