নেত্রকোনা-৪, শহীদ মিনারে নির্বাচনী প্রচার শুরু কাস্তে মার্কার

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 11:54:09

ভিন্নভাবে কাস্তে মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বামজোটের প্রার্থী সিপিবির কমরেড জলি তালুকদার।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) তিনি নির্বাচনী এলাকা জেলার মোহনগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রতীক নিয়ে অনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন সিপিবির নেতৃবৃন্দ।

পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী প্রচারণার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রার্থী কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জলি তালুকদার, জেলা পার্টির প্রাক্তন সম্পাদক খন্দকার আনিসুর রহমান, প্রবীণ কমিউনিস্ট নেতা আব্দুল বারী, মোহনগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক বাচ্চু, খালিয়াজুরীর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সমাবেশে জলি তালুকদার বলেন, 'হাওরের মানুষ সাহসী, প্রতিবাদী এবং অদম্য। কায়েমি স্বার্থে এখানকার জনগোষ্ঠীকে অনগ্রসর জীবনযাত্রায় আটকে রাখা হয়েছে। বিপুল ধনধান্যে সমৃদ্ধ হাওর জনপদের মানুষের জীবনের সীমাহীন দুঃখ ও দুর্দশার জন্য শাসকদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।'

তিনি আরো বলেন, 'মানুষ পরিবর্তন চায়, তাই তারা সেকেলে সমাজতন্ত্র ও পরিবারতন্ত্রকে প্রত্যাখ্যান করে নতুন নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। এবার হাওরবাসী সমস্ত জবরদস্তি ও জুলুমের বিরুদ্ধে সমুচিত জবাব দেবে।'

সমাবেশের উদ্বোধক লক্ষ্মী চক্রবর্তী বলেন, 'শাসক শ্রেণির দলগুলো লুটেরাদের পাহারাদারে পরিণত হয়েছে। কমিউনিস্ট পার্টি অঙ্গীকার করছে, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার মধ্য দিয়ে লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতার কবল থেকে দেশের মানুষকে মুক্ত করার।'

এ সময় তিনি জলি তালুকদারকে নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণ রায় প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর