বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীর প্রচারণা শুরু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:45:25

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বরিশাল সদর আসনের বাম গণতান্ত্রিক জোটের কোদাল প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুস ছত্তার।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পর্ষদের আয়োজনে নির্বাচনী প্রচারণা শুরুর সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক জলিলুর রহমান, কেন্দ্রীয় সদস্য নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদের জেলা সদস্য সচিব মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের হারুন অর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির বিকল্প নয়। বিএনপিও আওয়ামী লীগের বিকল্প নয়। ৯৯ শতাংশ জনগণের স্বার্থ রক্ষায় প্রকৃত বিকল্প হচ্ছে বামজোট। নীতি-নিষ্ঠার অবস্থান থেকে লুটের শাসনের অবসান ঘটাতে এবার নির্বাচনে অংশ নিয়েছেন বামজোটের প্রার্থীরা।’

তারা আরও বলেন, ‘শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মধ্যে দিয়ে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তি গড়ার লক্ষ্যে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরব। আমরাও আশা করছি মানুষ সেটা গ্রহণ করবে।’ এ সময় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বামজোটের নেতারা।

সমাবেশে ঢাকা ১২ আসনের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকির কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

এদিকে সমাবেশ শেষে নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করেন বরিশাল সদর আসনের বাম গণতান্ত্রিক জোটের কোদাল প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুস ছত্তারসহ অন্যান্যরা।

অপরদিকে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নগরীর আমতলা পানির ট্যাংক এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষের মার্কা হাতপাখা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর