নড়াইলে আ.লীগ প্রার্থীদের নির্বাচনী সভা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:33:09

নড়াইল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করে এ নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়। সদর উপজেলার কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি।

এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ।

অপরদিকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে উঠান বৈঠক, বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিষ্ণপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি টিপু সুলতান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা নূর আলম শিহাব, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কে সাগর, মনিরুজ্জামান, সাব্বির হোসেন প্রমুখ।

পরে তুলারামপুর ইউনিয়নের মিনাবাজারে সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মোল্যাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তরা নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পক্ষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জয়ী করার আহ্বান জানান। এ সময় দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে কবিরুল হক মুক্তি কলোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন।

এ সম্পর্কিত আরও খবর