প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তর করা হবে: বিমানমন্ত্রী

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-06-08 06:06:38

আসন্ন সংসদ নির্বাচনে নৌকা জয়ী হলে লক্ষ্মীপুরের প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে নির্বাচনী গণসংযোগকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী এ কথা জানা।

তিনি বলেছেন, ‘গত ১০ বছরে লক্ষ্মীপুরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিক্যাল কলেজ স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, লক্ষ্মীপুর-চাঁদপুর ও নোয়খালীর সঙ্গে রেল লাইন নির্মাণ, নদী বন্দর বাস্তবায়নসহ প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তর করা হবে।’

বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। এখানে কারো কোনো অভিযোগ নেই। বিএনপি আমলে আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীকে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এ্যানি।’

বিমানমন্ত্রীর গনসংযোগকালে আরও অংশ নেন- পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলি, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর