বৈরি আবহাওয়াতেও প্রচারণা চলছে বরিশালে

বিবিধ, নির্বাচন

সিদ্দিকুর রহমান,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-26 13:19:24

বরিশালে বৈরি আবহাওয়ার মধ্যেও প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

বুধবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার। এসময় তিনি তাদের কর্মীদের গ্রেফতারের অভিযোগ আনেন।

গনসংযোগকালে তার সঙ্গে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি এ্যাডভোকেট আক্তারুজ্জামান শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বেলা ১১ টায় নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ এলাকায় সরওয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার প্রচার-প্রচারণা করার সময় তার সঙ্গে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন সহ ৫জনকে আটক করে পুলিশ। এছাড়াও নগরীর সদর রোডসহ অন্যান্য এলাকা থেকে বিএনপির আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

এদিকে দুপুর ২ টায় নগরীর নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম। তিনি এসময় এলাকার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুর আড়াইটায় সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাটে গণসংযোগ শেষে পথসভা করেন সদর ৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এসময় তিনি বলেন, দেশের মানুষ আজ ঢালাও ভাবে বিশ্বাস করেন যে, তাদের জন্য বরাদ্দকৃত টাকার একটি বিরাট অংশ হারিয়ে যায় নেতাদের পকেটে। টেন পার্সেন্ট, টুয়েন্টি পার্সেন্ট করে দেশপ্রেমিক পরিচয়দানকারী দেশদ্রোহীরা দেশের উন্নয়নে এক বড় বাধা হয়ে দাঁড়ায়। নীতিহীন রাজনৈতিক নেতাদের দ্বারা এসব কোন ব্যাপারই নয়।

ফয়জুল আরও বলেন, আমরা যারা নীতির রাজনীতি করি, যারা আল্লাহকে ভয় করে, যাদের পরকালে জবাবদিহিতার ভয় রয়েছে তারা কোনদিন জনগণের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করতে পারেনা। আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, হাতপাখা বিজয়ী হলে আপনাদের জন্য বরাদ্দকৃত টাকা কখনো আত্মসাৎ হবেনা। বরাদ্দের শতভাগই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদী, চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ আমান, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি কে.এম.শরীয়াতুল্লাহ প্রমুখ।

এদিকে দুপুরে বরিশাল নগরীর একটি রেস্তোরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহে আলম। এসময় তার সঙ্গে বানারীপাড়া পৌরসভা মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সালেহ মঞ্জু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার অন্য সবকটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এ সম্পর্কিত আরও খবর