কক্সবাজার-২: আ.লীগের ঘরের ছেলে ঘরে ফিরেছে

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-22 14:26:19

গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের গণফ্রন্টের প্রার্থী ড. আনসারুল করিম।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ড. আনসারুল করিমের প্রচার সেলের শীর্ষ এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে মহেশখালী-কুতুবদিয়া আসনে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন আনসারুল করিম। শেখ হাসিনাও ড. আনসারুল করিমকে সকল মান-অভিমান ভুলে গিয়ে নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিককে জয়ী করার জন্য কাজ করতে বলেন।

এ সময় মহেশখালীর আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম, ছাত্রলীগ নেতা মিফতাউল করিম বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে গণফ্রন্টের প্রার্থী হয়েছিলেন ড. আনসারুল করিম। ওই সময় গণফ্রন্টে যোগদান নয়, মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন এমন গুঞ্জনও উঠেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব অভিমানের অবসান করে ঘরের ছেলে ঘরেই ফিরেছে।

এ সম্পর্কিত আরও খবর