‘রিমাল’-এর প্রভাবে আরো ৩ উপজেলায় নির্বাচন স্থগিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে নতুন করে আরো ৩ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে সোমবার (২৭ মে) ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয় ইসি। এ নিয়ে মোট ২৫টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করলো নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা যায়, মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইসি জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১শ ১২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। মামলার জটিলতা ও ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে এখন পর্যন্ত ২৫টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই হিসাবে বুধবার (২৮ মে) অনুষ্ঠিতব্য নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।