নৌকা মাথায় ব্যতিক্রমী প্রচারণায় রহিম

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা২৪.কম | 2023-08-20 16:36:27

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাকি আছে আর মাত্র সাত দিন। আর এরই মধ্যে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করার জন্য যে যেমন পারছে সে তেমনই তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় কাগজের নৌকা বহন করে সারা দিন পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন আব্দুর রহিম (৫৫)।

আব্দুর রহিম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মৃত হাজী ফকির মাহমুদ মণ্ডলের ছেলে। আর তিনি রাজবাড়ী-২ (বালিয়াকান্দি-পাংশা-কালুখালী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের পক্ষে নৌকা মাথায় নিয়ে প্রচারণা চালাচ্ছেন। জিল্লুল হাকিম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য।

রহিমের ছোট ভাই নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার মণ্ডল বলেন, ‘আমার ভাই নৌকার ভক্ত। যেকোনো নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ থাকলেই তিনি এই ব্যতিক্রমী প্রচারণা চালান। প্রথম দিকে আমরা নিষেধ করলেও এখন আর করি না। কারণ সে এ কাজ বন্ধ করবে না বলে পরিবারকে জানিয়ে দিয়েছেন।’

নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকিদুল ইসলাম জানান, রহিম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাগজের নৌকা মাথায় নিয়ে পায়ে হেঁটে ভোট চেয়ে বেড়ান। প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে তিনি এ কাজ করে থাকেন। তার এই ধরনের প্রচার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এ বিষয়ে আব্দুর রহিম বলেন, ‘ছোট বেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি। তার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। নৌকা হল বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। তাই আমি সারা দিন নৌকা মাথায় নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘শেখের বেটি হাসিনা আমাগোর জন্য যা করছেন তা অকল্পনীয়। তিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।’

এ সম্পর্কিত আরও খবর