পাবনায় নির্বাচনে ৮ সহস্রাধিক আনসার থাকবে

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-27 13:04:01

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে পাবনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় ৮ হাজার ৪ জন আনসার সদস্য বাছাই করা হয়েছে। তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) পাবনা জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার মো. নওয়াবুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়, পাবনার পাঁচটি নির্বাচনী এলাকায় ৬৬৭ ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আট হাজার চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পিসি ও এপিসি এক হাজার ৩৩৪ জন, মহিলা আনসার দুই হাজার ৬৬৮ জন এবং বাকিরা সাধারণ সদস্য। ভোটকেন্দের নিরাপত্তা রক্ষায় পিসি-এপিসিরা অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন।

মতবিনিময় সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য বাছাইকৃত প্রায় দেড় হাজার আনসার কমান্ডার, সহকারি কমান্ডার ও দলপতি অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর