নোয়াখালী-৪: বিএনপির নির্বাচনী প্রচারণা বন্ধ ঘোষণা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম | 2023-07-12 19:19:59

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

সুবর্ণচর উপজেলায় বিএনপির গণসংযোগে বিনা উস্কানিতে হামলা ও ১৬ নেতাকর্মী আটকের প্রতিবাদে শনিবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে এক সাংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান বলেন, ‘আজ (শনিবার) দুপুরে সদর ও সুবর্ণচর উপলোর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে নামাজ ও দুপুরের খাবারের জন্য উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে আমিসহ নেতাকর্মীরা উপস্থিত হই। তখনি হঠাৎ করে বেশ কয়েকটি গুলি ও সাউন্ড গ্রেনেডের আওয়াজ হয়। এ সময় নেতাকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। ওইসময় পুলিশের মদদে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়।’

তিনি আরও বরেন, ‘সেখান থেকে বিনা কারণে এবিএম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুসহ ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এবং প্রায় ২০০ মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়।’


বিএনপির এই নেতা বলেন, ‘তাই এ আসনে নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় আমার নির্বাচনী প্রচারণা কর্মসূচি স্থগিত করলাম। সেনাবাহিনী নামার পর, পরিস্থিতি বিবেচনা করে প্রচারণার সিদ্ধান্ত নিব। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর