জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে বিক্ষোভ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 05:02:24

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) চত্বরে বিক্ষোভ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠন।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী।

এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আদালত আজকের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা আছে। আরেকটি রিটের নির্দেশনায় জবাব চেয়েছেন আদালত। নির্বাচন কমিশন যাতে তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেন। এ জন্য আমরা এ কর্মসূচি নিয়েছি।

বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্ট. এমদাদুল হকসহ মুক্তিযোদ্ধার সন্তানেররা অংশ নেন।

সম্প্রতি জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে তরিকত ফেডারেশন। এই আবেদনের প্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার ইসিকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরব ৭১ ও প্রজন্ম ৭১ এসব নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবদেন করেছে। যদিও বিএনপি বলেছে সংসদ নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই। সবাই ধানের শীষের প্রার্থী।

 

এ সম্পর্কিত আরও খবর