ডিউকের কথা রাখলেন প্রধানমন্ত্রী

বিবিধ, নির্বাচন

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-30 13:25:58

রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভা মঞ্চে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের কথা রেখেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ ডিসেম্বর) জনসভা মঞ্চে উিউক তার হাত উপড়ে তুলে ধরে পরিচয় করিয়ে দিতে বলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তার কথায় সাড়া দিয়ে মঞ্চে বক্তব্য দেয়ার সময় ডিউকের হাত উপরে তুলে ধরে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি ডিউককে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা তাকে ভোট দেবেন। তার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’

এ সময় মজা করে ডিউককে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘তোমার তো লম্বা নাম। আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। ছোট নাম ডিউক।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বদরগঞ্জে যেতে পারলাম না। ভবিষ্যৎতে আমি আসব। আপনাদের কাছে আমার আবেদন এলাকার সার্বিক উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেবেন।’

জনসভায় আওয়ামী লীগের সিনিয়র নেতা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা, জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর