পারস্পরিক সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আশা করছেন ডিসি

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-25 23:15:33

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি সম্পর্কে আলোচনা করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। এখন পর্যন্ত জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। আপনাদের সকলের সহযোগিতার কারণেই সেটি সম্ভব হয়েছে।’

সভায় পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার-৪টি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৫৪৭ জন।

এ সম্পর্কিত আরও খবর