‘এ হামলার দায় এড়াতে পারেন না মাশরাফি’

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম | 2023-08-14 12:17:29

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগে যাওয়ার পথে তার নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লক্ষীপাশা ইউনিয়ন যুবদলের সদস্য রাকিব মণ্ডলসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন ।

সোমবার (২৪ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। আহত বিএনপি নেতাকর্মীদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইল-২ আসনের আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর ফরিদুজ্জামান তার লোহাগড়া উপজেলা সদরের বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘সোমবার দুপুরের দিকে নির্বাচনী প্রচারণার জন্য লোহাগড়া থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইলের উদ্দেশে যাচ্ছিলাম। পথে এড়েন্দা বাসস্ট্যান্ডের কাছে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমানসহ তার লোকজন লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরসহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয়েছে। এ হামলার দায় আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা কোনো ভাবেই এড়াতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

এ ব্যাপারে কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘এ হামলার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং বিএনপির সমর্থকরা আওয়ামী লীগ সম্পর্কে বাজে মন্তব্য করায় স্থানীয় লোকজন তাদের বাধা দেয়।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর