দিনাজপুর-৫ আসন: ধানের শীষের পোস্টার, অফিস ও তোরণ সবই আছে

বিবিধ, নির্বাচন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-31 22:24:15

ফুলবাড়ি (দিনাজপুর) থেকে: দেশের অন্য আর দশটি আসনের চেয়ে অনেকটা ভিন্নচিত্র দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর) আসনের। অন্য এলাকায় বিএনপি প্রার্থীর পোস্টারের কম দেখা গেলেও এখানে স্থানভেদে ধানের শীষের পোস্টারের আধিক্য দেখা গেছে। আবার উপজেলা বিএনপি অফিসের সামনেও সুরম্য তোরণ শোভা পাচ্ছে।

কয়েক দিনের তুলনায় দিনাজপুর অঞ্চলের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ১১ থেকে ২০ ডিগ্রিতে ওঠা-নামা করা তাপমাত্রা সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ২৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাথার ওপর সূর্য চিক চিক করছে। এ এলাকায় আমন ধান কাটা-মাড়াই প্রায় শেষ বলা যায়। মাঠে শুধু বোরো বীজতলা, আর কিছু কিছু এলাকায় আখ কেটে মিলে নিতে দেখা গেছে। যে কারণে লোকজন এখন ভোটের গল্পে মশগুল। তবে অনেকের মনেই শঙ্কা দেখা গেছে।

দেশের একমাত্র কয়লা ও পাথরখনি এলাকার এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৩ জন। আওয়ামী লীগের ঘাঁটিখ্যাত এই আসনে এবার আওয়ামী লীগ প্রার্থী করেছে টানা চারসহ ছয়বারের নির্বাচিত এমপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে। অপর দিকে বিএনপির প্রার্থী হয়েছে টানা ৪ বারের পরাজিত প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক।

সে হিসেবে বলা চলে, ভোটের মাঠে দু’জনই পুরাতন মুখ। একজনের সামনে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া। আরেকজনের সামনে ব্যর্থতার ইতিহাস মুছে জয়ের ইতিহাস গড়া। ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচন ছাড়া এখানে কখনও বিএনপির প্রার্থী জিততে পারেনি। প্রত্যেকবারেই নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের ঘাঁটি হলেও এবারে দলীয় কোন্দলের কারণে হিসাব জটিল হতে পারে বলে মনে করছেন ভোটাররা।

এলাকা ঘুরে জানা গেছে, আওয়ামী লীগের উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত দ্বন্দ্ব ও গ্রুপিং রয়েছে। বড় একটি অংশ গা লাগিয়ে কাজ করছে না। যার প্রমাণ হিসেবে পোস্টার-ক্যাম্পেইনকে সামনে তুলে আনছেন অনেকে। সদর রোডে মোস্তাফিজুর রহমান বাসার আশপাশ এলাকাতেও বিএনপি প্রার্থীর পোস্টারের আধিক্য দেখা গেছে।

আওয়ামী লীগ প্রার্থীর বাসা থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সুজাপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠেই ছাত্রলীগের একটি বিশাল নির্বাচনী সমাবেশ চলছিলো সোমবার। সেখানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বাইরে যখন মিছিল স্লোগানে মুখর। সেই পথঘাটেও কিন্তু নৌকার পোস্টার অনেকটা অনুপস্থিত। সারাপথে শোভা পাচ্ছে বিএনপি প্রার্থীর পোস্টার।

ভোটের মাঠে আরেকটি সমীকরণ রয়েছে আঞ্চলিকতা। ফুলবাড়ি উপজেলায় বাড়ি আওয়ামী লীগ প্রার্থীর। আর বিএনপির প্রার্থীর বাড়ি হচ্ছে পার্বতীপুরে। অনেকবার ভোটে পরাজিত হওয়ায় এবার মানুষের মধ্যে এক ধরণের আঞ্চলিকতার সহানুভূতি লক্ষণীয়। বিএনপি প্রার্থীর উপজেলা পার্বতীপুরে মোট ভোটার রয়েছে ২ লাখ ৬৫ হাজার, আর ফিজারের এলাকা ফুলবাড়িতে ১ লাখ ৩৩ হাজার। আঞ্চলিকতা জেগে উঠলে বেকায়দায় পড়তে পারেন ফিজার।

আরও একটি হিসেবে কাজ করছে এই আসনটিতে। সেটা হলো- ২০০৮ ও ২০১৪ সালে মহাজোটগতভাবে নির্বাচন করেছেন ফিজার। এবার মাঠ দাপিয়ে বেড়াচ্ছে লাঙ্গলের প্রার্থী সাবেক ছাত্রনেতা ও বড়পুকুরিয়া কয়লা খনি আন্দোলনের জনপ্রিয় নেতা সোলায়মান সামি। শহর থেকে গ্রামের পথে পথে তার পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে। যেভাবে ফিজারও অনেক এলাকায় পৌঁছতে পারেনি।

সোলায়মান সামি বার্তা২৪.কমকে বলেছেন, মানুষ দু’টি দলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে। তারা আমাকে গেলেই বলে, আপনি প্রার্থী হওয়ায় ভোট দেওয়ার জায়গা তৈরি হলো। না হলে ওদের ভোট দিতে যেতামই না। তারা এরশাদের সেই দুর্নীতি, সন্ত্রাস ও দলীয়করণ মুক্ত সময়ে ফিরে পেতে চায়। আমি তিন রাউন্ড শেষ করেছি। এখন চতুর্থ রাউন্ডে আছি।

এই এলাকায় খনির কারণে ভিটেমাটি হারা অনেকে। তাদেরকে যথাযথভাবে পুর্নবাসন করা হয়নি। সে কারণে তাদের মনোবেদনা রয়েছে। তাদের নেতা জাপা প্রার্থী সোলায়মান সামি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের কর্মক্ষমদের চাকরি দেওয়া ও খনির অস্থায়ী শ্রমিকদের প্রফিট বোনাস নিশ্চিত করার ঘোষণা দিয়ে পক্ষে টানার চেষ্টা করছেন। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার এই প্রার্থী অনেকটা সফলও হচ্ছেন বলে মনে করছে ভোটাররা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী বার্তা২৪.কমকে বলেছেন, আমাদের প্রার্থী এখানে অপ্রতিদ্বন্দ্বি। বড়দল হিসেবে আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে। সেটাকে দ্বন্দ্ব বললে ভুল হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই মাঠে নেমেছে। নৌকার এবারও বিপুল ভোটে বিজয়ী হবে।

নৌকার প্রার্থী প্রাথমিক সমাপনীর ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে বিএনপির প্রার্থীর অবস্থান ও নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি সদর রোডে বিএনপি কার্যালয়ে গেলেও কাউকে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর