বগুড়ায় সেনা টহল শুরু

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা ২৪.কম | 2023-08-10 01:43:03

 

বগুড়ার ৭টি নির্বাচনী এলাকায় সেনা টহল দেয়া শুরু হয়েছে। জেলার ১২ উপজেলায় সেনাবাহিনীর ৭০০ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৫০ জন সদস্য এবং অপর ১১ উপজেলায় ৫৫০ জন সদস্য রয়েছেন।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে সেনা সদস্যরা বগুড়া শহরতলীর ফুলতলা এলাকায় জাতীয় কম্পিউটার গবেষণা একাডেমি (নেকটার) এবং পুরান বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক অফিস ভবনে অবস্থান নেয়।

সোমবার (২৪ ডিসেম্বর) সেনারা বিভিন্ন এলাকায় টহল শুরু করেছে।  বিকেলের দিকে শহরের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়।

সেনাবাহিনীর একটি দল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ওজেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্ণেল রায়হান উপস্থিত ছিলেন। সেখানে সেনা সদস্যরা কোথায় কিভাবে দায়িত্ব পালন করবেন সে বিষয়ে আলোচনা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক বার্তা ২৪.কমকে জানান, বগুড়া সদর উপজেলা বাদে প্রতিটি উপজেলায় ৫০জন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও খবর