খুলনায় পৌঁছেছে ইভিএম সরঞ্জাম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-09-01 13:57:30

আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সরঞ্জাম খুলনায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ইভিএম সরঞ্জাম খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে।

এর আগে সোমরার (২৪) রাতে নির্বাচন কমিশন থেকে তিনটি কাভার্ড ভ্যানে ইভিএম সরঞ্জাম পাঠানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ইভিএম সরঞ্জাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

ইভিএম সরঞ্জামের মধ্যে রয়েছে- এক হাজার ৪৪০টি কন্ট্রোল ইউনিট, এক হাজার ৪৪০টি ব্যাটারি, এক হাজার ৪৪০টি ব্যালট ইউনিট, এক হাজার ৪৪০টি ল্যাপটপ মনিটর এবং ৮৭৭টি থার্মাল পেপার।

জেলা প্রশাসনের সহকারি নাজির শেখ মো. নাজমুল হুদা ও উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বার্তা২৪কে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রেরিত খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম ম্যাশিন বুঝে নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সরঞ্জার নির্বাচনের আগের দিন কেন্দ্রে পাঠানো হবে।’

উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রের ৬৫৩টি কক্ষে চলবে ইভিএম ভোটিং সিস্টেম। এ আসনে ইভিএম’র আওতাভুক্ত ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৮৩ জন। সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর