ঢাকা-১৩ আসনে ইভিএমে ভোটিং প্রশিক্ষণ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-09 22:20:00

ডিজিটাল ভোটার আইডি কার্ড (স্মার্টকার্ড) নিয়ে দাঁড়িয়ে আছেন ভোটাররা। একজন ভোটার গিয়ে দাঁড়ালেন ইভিএম এর সামনে, কার্ড ইন করে পছন্দের প্রতীকে ভোট দিয়ে স্লিপ নিয়ে বের হয়ে গেলেন ভোটকেন্দ্র থেকে।

আরেকজন এসে দাঁড়ালেন তার জায়গায়। ঠিক এমনভাবেই চলছে ঢাকা-১৩ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহারিক বা ডামি ভোটিং প্রশিক্ষণ।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বালিকা বিদ্যালয় মাঠসহ এ আসনের বিভিন্ন জায়গায় চোখে পরে এই ডামি ভোটিংয়ের চিত্র।

সশস্ত্র বাহিনীর প্রশিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে ভোটের এই ব্যবহারিক প্রশিক্ষণ। কিভাবে ইভিএম এ ভোট দেবেন তা জানতে স্থানীয় ভোটার মোজাম্মেল ইসলাম স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন।

মোজাম্মেল বলেন, ‘দেশ এগিয়ে গেছে তার প্রমাণ এই ভোট ব্যবস্থা। এর চেয়ে সহজ আর আধুনিক ব্যবস্থা আর কখনো দেখিনি।’

তার স্ত্রী রেনু বেগন জানান, অনেক সহজ লেগেছে তার কাছে।

তরুণ ভোটার রায়হান বলেন, ‘ব্যাপারটা অনেক ইজি, সময়ও কম লাগে।’

দায়িত্বরত সশস্ত্র বাহিনী কর্মকর্তারা জানান, কৌতূহল নিয়ে অনেকেই এসেছিলেন প্রশিক্ষণ ভোটিং কেন্দ্রে। সবাই সন্তুষ্টি নিয়ে ফিরে গেছেন।

তারা জানান, তিনভাবেই ভোট দেওয়া যায় এই ভোটিং মেশিন দিয়ে। কেউ যদি ডিজিটাল ভোটার আইডি হারিয়ে ফেলেন বা যদি কেউ এমন থাকেন যে, এখনো ডিজিটাল কার্ড হাতে পান নাই, তারা ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ বা ভোটার আইডি নম্বর দিয়েও ভোট দিতে পারবেন।

উল্লেখ্য ঢাকা-১৩ সহ আরো পাঁচটি আসনে প্রথমবারের মত ইভিএম এ ভোট হবে।

এ সম্পর্কিত আরও খবর