আগুন সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক র‌্যাব

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-06-25 01:38:54

রংপুর বিভাগের নির্বাচনী আসনগুলোতে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে র‌্যাবের টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘ভোটগ্রহণে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব। এক্ষেত্রে র‌্যাবের গোয়েন্দা টিম, ডগ স্কোয়াড, বোমা ডিসপোজাল সাপোর্ট টিম ও হেলিকপ্টার টিম সজাগ রয়েছে। ২০১৩-১৪ সালে যারা আগুন সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রমের ব্যাপারে এক প্রেস-ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘অতীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী ও নাশকতায় জড়িতরা যাতে ভোটের আগের দিন এলাকাতে ঢুকতে না পারে সে জন্য র‌্যাবের তৎপরতা অব্যাহত আছে। সন্ত্রাসীদের সব ধরনের অপচেষ্টা রুখে দেয়া হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তা থাকবে।’

র‌্যাব-১৩ এর অধিনায়ক বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর রাখতে গত ২৬ ডিসেম্বর থেকে র‌্যাবের সাত দিনের রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের সময় রেলস্টেশন, বাসস্টেশন, ছাত্রাবাস ও আবাসিক রেস্ট হাউসগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।’

এ সময় তিনি জানান, ‘গাইবান্ধায় ভোটারদের মধ্যে রাতের বেলা টাকা বিতরণের সময় জামায়াতের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করে তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, নাশকতাকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চলছে।’

এ সম্পর্কিত আরও খবর