বরিশালে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-07 06:30:50

একাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র দুই দিন। ইতোমধ্যে বরিশাল জেলার ১০টি উপজেলায় ভোটগ্রহণের ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ বিতরণ করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকেই সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটগ্রহনের সামগ্রী বিতরণ শুরু হয়।

ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ বিতরণের দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিরাজ সিকদার বার্তা২৪কে বলেন, ‘পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে সংশ্লিষ্ট উপজেলায় ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে দুপুর ২টা পর্যন্ত বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, আগৈলঝাড়াসহ সাতটি উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে পাঠানো হবে।

এর আগে সবকটি উপজেলাতেই ব্যালট বক্স পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

উল্লেখ্য, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ১৭ লাখ ৮১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৯৯ হাজার ৫৮৫ জন এবং মহিলা ৮ লাখ ৮২ হাজার জন। মোট ভোটকেন্দ্র ৮০৫টি।

এ সম্পর্কিত আরও খবর