ভোটের প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:53:45

ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। সে অনুযায়ী প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। সেক্ষেত্রে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে প্রচারের মাধ্যমে প্রার্থী ও দলকে বিষয়টি অবহিত করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ন সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগামীকাল সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোন প্রচারণা চালানো যাবে না। এ সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা করা যাবে না।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলায় জেলায় পাঠানো হয়েছে। ২৯ ডিসেম্বর ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে পৌঁছে যাবে সব সামগ্রী।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছে নির্বাচনী এলাকায়।

এ সম্পর্কিত আরও খবর